ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক খাত নিয়ে গুজব, কারাগারে ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ব্যাংক খাত নিয়ে গুজব, কারাগারে ৪

ঢাকা: ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার চারজনকে জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. সাইদ উল্লা, মো. মোশাররফ হোসেন, শহিদুল্লাহ মজুমদার ও ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাবিবুর রহমান। আসামিরা সবাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন বলে জানায় পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) সিএমএম আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামি পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন চান। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। পরে তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
কেআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।