ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ৬ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
নোয়াখালীতে ৬ জুয়াড়ি আটক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আটকদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এরআগে, শুক্রবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের বসুরহাট বাজারের রাজুর চায়ের দোকানের পেছন থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার শরীফপুর ইউনিয়নের মো. তোহিদুর রহমানের ছেলে মো. পারভেজ (৩৪), মৃত এয়ার মোহাম্মদের ছেলে নুর মোহাম্মদ (৫০), রফিক আহমেদের ছেলে আব্দুর রহিম (৩৫), মৃত বাচ্ছু মিয়ার ছেলে মো. মাসুদ (৩৪), আমির হোসেনের ছেলে আবুল কালাম (২৮) এবং মৃত হাফেজ নজীর আহমেদের ছেলে মো. হালিম (৪৪)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া খেলার সামগ্রীসহ জুয়া খেলা অবস্থায় ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে দুই বান্ডিল তাস এবং নগদ তিন হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।