ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতের চিটাগুড়ের চালান পৌঁছাল জয়পুরহাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
ভারতের চিটাগুড়ের চালান পৌঁছাল জয়পুরহাটে

জয়পুরহাট: ভারত থেকে আমদানি করা দুই হাজার ৭৫০ মেট্রিক টন চিটাগুড়ের চালান রেলপথে জয়পুরহাট রেলস্টেশনে এসে পৌঁছেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) এই চিটাগুড়সহ ভারতের হরিয়ানা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রেন বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

এরপর জয়পুরহাট রেলস্টেশনে এসে পৌঁছায়।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার হাবিবুর রহমান।  

এসব চিটাগুড় আমদানি করেছেন জয়পুরহাটের মেসার্স আনোয়ারুল হক নামে একটি প্রতিষ্ঠানের মালিক আনোয়ারুল হক।

মেসার্স আনোয়ারুল হক নামে ওই প্রতিষ্ঠানের ইনচার্জ রাফিউল রহমান বলেন, শুক্রবার (২০ জানুয়ারি) ভারতের হরিয়ানা থেকে বেনাপোল হয়ে ৪০টি চিটাগুড়ের বিটিপিএন (ট্যাংক) জয়পুরহাট রেলস্টেশনে এসে পৌঁছেছে। আরও ১০টি ট্যাংক আসার অপেক্ষায়।

তিনি বলেন, ট্যাংক থেকে চিটাগুড় আনলোড করা হচ্ছে। ৫০টি ট্যাংকে ২ হাজার ৭৫০ মেট্রিক টন চিটাগুড় আমদানি করা হয়েছে। যা থেকে সরকার ভাড়া পেয়েছে প্রায় ২৩ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।