ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থী পাবে কৃমিনাশক ওষুধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
খাগড়াছড়িতে ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থী পাবে কৃমিনাশক ওষুধ

খাগড়াছড়ি: সারাদেশের মতো খাগড়াছড়িতে শুরু হয়েছে ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ক্যাম্পেইন।

রোববার (২২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের ও  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান, খাগড়াছড়ির ৯ উপজেলায় ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থীকে ক্যাম্পেইন কার্যক্রমে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থী ছাড়াও ৫-১৬ বছর বয়সী কোনো কিশোর-কিশোরী যেন কৃমিনাশক ট্যাবলেট থেকে বাদ না পড়ে সেই বিষয়ে নজর দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।