ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মিয়ানমার সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেবো না: মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, জানুয়ারি ২৩, ২০২৩
মিয়ানমার সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেবো না: মোমেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের চলমান সীমান্ত পরিস্থিতি খুব ভালো নয়। সেখানে অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।

তবে আমরা কাউকে ঢুকতে দেবো না।  

সোমবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিয়ানমার সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা আসার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। তবে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কাউকে ঢুকতে দেবো না। জিরো লাইনে যে মারামারি হচ্ছে সেটির ভয়ে ও আতঙ্কে অনেকে ছোটাছুটি করছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাশিয়ান জাহাজ সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা শুধু জানি, সেটি ছিল একটি নিষিদ্ধ জাহাজ, সেজন্য আমরা সেটিকে আমাদের বন্দরে ভিড়তে দিইনি। এরপর কোথায় গেলো সেটি আমরা জানি না।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
টিআর/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।