ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে অস্ত্রসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
শেরপুরে অস্ত্রসহ মাদক বিক্রেতা আটক

শেরপুর: শেরপুরে শ্যুটারগান, কিলিং চেইন, মোবাইল ফোনের সিম এবং কার্তুজসহ কামাল হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৪।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

কামাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ জানায়, ভাতশালা গ্রামের সাবিনা ইয়াসমিন নামে এক নারীর বসতঘরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কামাল হোসেন নামে এক মাদক বিক্রেতা অবস্থান করছিলেন। খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে।

কামালের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা  চলছে বলেও জানায় র‌্যাব।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা বাংলানিউজকে জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় কামাল হোসেনের নামে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।