ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, জানুয়ারি ২৭, ২০২৩
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৭

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনটি ড্রেজারসহ সাত জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন ড্রেজার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতাররা হলেন, ভোলা জেলার পশ্চিম চরপাতা এলাকার মো. নাছির মোল্লার ছেলে মো. মনির হোসেন (২৫), গোপালগঞ্জ জেলার কোটালীপাদা উপজেলার তারাশী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. আ. সালাম (৫৫), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মৃত জামাল বাঢীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মো. বাবুল মিয়ার ছেলে মো. ইয়াছিন ওরফে মুন্না (২২), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার গাগরিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. জিয়াউর রহমান (৩৫), ভোলা জেলার পূর্ব চর নন্দনপুর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. ইউসুফ (২৪), নারায়নগঞ্জ জেলার আলবদী উপজেলার মো. বজলু রহমানের ছেলে মো. আক্তার কাজী (৩৫)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, হরিরামপুর উপজেলার ধুলশুড়া ঘাটের কিছু দুরেই তিনটি ড্রেজার দিয়ে অবৈধ ভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। নদী ভাঙ্গোন রোধ ও নদীর পরিবেশ রক্ষায় এ বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি ড্রেজার জব্দ করে। জব্দকৃত তিনটি ড্রেজারের বর্তমান বাজার মূল্য তিন কোটি ষাট লাখ টাকা। অবৈধ ড্রেজার থাকা সাত জনকে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতারদের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে বলেও মন্তব্য করছেন এই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।