ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হঠাৎ সেতু থেকে ঝাঁপিয়ে পড়েন নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
হঠাৎ সেতু থেকে ঝাঁপিয়ে পড়েন নারী

রংপুর: রংপুরের বদরগঞ্জে নাগেরহাট সেতুর নিচ থেকে নূরজাহান বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নূরজাহান বেগম মিঠাপুকুর উপজেলার ময়েনপুর মণ্ডলপাড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ও ইসহাক মণ্ডলের মেয়ে বলে জানায় পুলিশ।  

ওসি হাবিবুর রহমান জানান, নাগেরহাট সেতু থেকে অজ্ঞাত এক নারী হঠাৎ করে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন জানিয়ে ওসি হাবিবুর রহমান বলেন, পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।