ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পেলেন সৈয়দপুরের ১৩ বীরাঙ্গনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পেলেন সৈয়দপুরের ১৩ বীরাঙ্গনা

নীলফামারী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কম্বল পেলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৩ বীরাঙ্গনা।  

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীমের সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়াস্থ বি-জামান সড়কের বাসভবনে এ কম্বল বিতরণ করা হয়।

রাবেয়া আলীমের জ্যেষ্ঠ পুত্র ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত থেকে বীরাঙ্গনাদের হাতে কম্বলগুলো তুলে দেন।  

এ সময় অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, শহিদ কুদরত স্মৃতি সংসদের সভাপতি মো. মাহফিজুল হক বাচ্চু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, আমির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।