মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর বসতঘরে হামলা চালিয়ে নিপীড়নের অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শিকারমঙ্গল এলাকার চর ফতে বাহাদুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার মোশাররফ বেপারীর সঙ্গে একই এলাকার কুদ্দুস চৌকিদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার (২৮ জানুয়ারি) সকালে মোশাররফ বেপারীর স্ত্রী ময়না বেগমের সঙ্গে কুদ্দুস চৌকিদারের কথা কাটাকাটি হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস চৌকিদারের নেতৃত্বে কয়েকজন মিলে ময়না বেগমের বসতঘরে হামলা চালায়। ভাঙচুর করে। এ সময় বাঁধা দিলে ময়না বেগমকে বিবস্ত্র করে বেদম মারধর করে বলে ভুক্তভোগীর অভিযোগ।
ভুক্তভোগী ময়না বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কুদ্দুস চৌকিদার ও তার লোকজন মিলে আমার বসতবাড়ি হামলা চালিয়ে ভাঙচুর করে। তাদের বাধা দিলে তারা আমাকে মারধর শেষে বিবস্ত্র করে ফেলে।
তবে অভিযোগ অস্বীকার কুদ্দুস চৌকিদার জানান, 'আমাকে একা পেয়ে ময়না বেগম ও তার পরিবার হাতুড়ি পেটা করে। তার অভিযোগ মিথ্যা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, মারামারির ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এনএস