ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় ২ ইটভাটাকে লাখ টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
পাকুন্দিয়ায় ২ ইটভাটাকে লাখ টাকা জরিমানা 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার মাইজহাটি আদৰ্শপাড়া গ্রামে মেসার্স আশরাফ উদ্দিন ব্রিকস (এইউবি) ও মেসার্স সোনালী ব্রিকস নামে দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, পরিদর্শক নয়ন কুমার রায় ও জেলা পুলিশের একটি তদারকি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র না থাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের খুব কাছে অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে ওই দুই ইটভাটা মালিককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ বিষয়টি নিশ্চিত করে জানান,  বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।