ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় যুবকের লাশ, পরনে কালো প্যান্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, জানুয়ারি ৩০, ২০২৩
বুড়িগঙ্গায় যুবকের লাশ, পরনে কালো প্যান্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা নৌপুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) বুড়িগঙ্গা নদীর ফতুল্লার দাপার রুপ চান বেপারীর (এনডি) ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে যাওয়া পাগলা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শারজাহান জানান, সোমবার সকাল ১০টার দিকে এলাকাবাসীর তথ্যে বুড়িগঙ্গা নদীর তীর থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৭-২৮ বছর হবে। লাশটি অর্ধেক পঁচে গলে গেছে, ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগের হবে। শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না তা শনাক্ত করা যায়নি। খালি গায়ে তবে পরনে কালো একটি প্যান্ট রয়েছে শুধু। লাশ উদ্ধারের পরে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।