ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৪০ জয়িতাকে সংবর্ধনা দেবেন প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
রাজশাহীতে ৪০ জয়িতাকে সংবর্ধনা দেবেন প্রতিমন্ত্রী

রাজশাহী: রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হবেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জয়িতা নির্বাচন ও সংবর্ধনার তথ্য তুলে ধরা হয়। এবার রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৪০ জন জয়িতা নির্বাচিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. এনামুল হক বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এ ব্যাপারে জানান।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হবে। পাঁচটি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে নির্বাচিত ১০ জনের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাকে নগদ ২৫ হাজার টাকা, সনদপত্র, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে।  

এছাড়া এ অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলা থেকে নির্বাচিত অপর ৩৫ জন জয়িতাকে ৫ হাজার টাকা, সনদপত্র, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।