ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শম্ভুগঞ্জে রেললাইনে কাটা পড়লেন অজ্ঞাত নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
শম্ভুগঞ্জে রেললাইনে কাটা পড়লেন অজ্ঞাত নারী

ময়মনসিংহ: ময়মনসিংহের শম্ভুগঞ্জে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শম্ভুগঞ্জ সার গুদাম এলাকার ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

 খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আছি। এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে হাতে শাঁখা পরা দেখে মনে হচ্ছে, নিহত একজন সনাতন ধর্মাবলম্বী নারী। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।