ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাংনীতে ট্রাক চাপায় শিক্ষিকা নিহত, চালকের বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, জানুয়ারি ৩১, ২০২৩
গাংনীতে ট্রাক চাপায় শিক্ষিকা নিহত, চালকের বিচার দাবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাক চাপায় এক শিক্ষিকা নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার ও তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

একই সঙ্গে শহরের প্রাণকেন্দ্রে ও থানার মোড়ে ট্রাফিক পুলিশের মোতায়েনের দাবি জানানো হয়।

মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড় বাজার এলাকায় এসব দাবি জানিয়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার।

গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আলহাজ্ব শফি কামাল পলাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, গাংনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আলম হুসাইন, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বাদিয়াপাড়া মহব্বতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুকুল, চেংগাড়া সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বপন, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজআমান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীর হেলু, সাহারবাটি এবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন প্রমুখ।

মানববন্ধনে গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা শামীমা ইসলাম কণা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করতে হবে। এক সপ্তাহের মধ্যে গ্রেফতার ও আইনের আওতায় না আনা হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  

এছাড়া গাংনী উপজেলা শহরের বড় বাজার ব্যস্ততম স্থান ট্রাফিক আইল্যান্ড ও থানার মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়।

গত ২৩ জানুয়ারি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গাংনীর পশ্চিম মালশাদহ নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে করমদী মাধ্যমিক বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষিক শামীমা ইসলাম কণা নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।