ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় আটক ১৩

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশের এবং ভারত থেকে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে দেশে আসার চেষ্টা করছিলেন। খবর পেয়ে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাটিলা সীমান্তের বাঁশবাড়িয়া গ্রাম থেকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় নয়জনকে আটক করা হয়। এছাড়া মাটিলা গ্রামের মাঠ দিয়ে ভারত থেকে বাংলাদেশ আসার সময় আটক হন চারজন।  

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটক ১৩ জনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।