ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পৃথক কাভার্ডভ্যান চাপায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
ফেনীতে পৃথক কাভার্ডভ্যান চাপায় নিহত ২

ফেনী: ফেনীতে পৃথক কাভার্ড ভ্যানের চাপায় দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার কসকা ও জেরকাছাড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক মনির হোসেন (৪৫)। তিনি কুমিল্লার তিতাস উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা।  

অন্যদিকে জেরকাছাড় এলাকায় নিহত শাহ আলমের (৩৫) বাড়ি তিতাস উপজেলার খলিলাবাদ গ্রামে। তিনিও পেশায় একটি পিকআপ ভ্যানের চালক।  

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চালক মনির হোসেন গাড়ি থেকে নেমে যান। তখন তার সহকারী কাভার্ডভ্যান চালিয়ে চট্টগ্রামের দিকে চলে যান।  

মনির অন্য গাড়িতে ওঠার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী আরেকটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসএইচডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।