ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ৪শ পরিবার পেল কম্বল ও সেলাই মেশিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
খাগড়াছড়িতে ৪শ পরিবার পেল কম্বল ও সেলাই মেশিন

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নের ৪০০ পাহাড়ি ও বাঙালি দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ত্রাণ তহবিল থেকে এসব বিতরণ করেন শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, আশুতোষ চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা প্রমুখ।

এছাড়াও মহালছড়ি ও মাইসছড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ নারীকে সেলাই মেশিনও বিতরণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।