ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে জেলার সদর উপজেলার করপাড়া গ্রামে হাফিজের দোকানের সামনের সড়ক থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহ‌তের বাড়ি একই উপ‌জেলার করপাড়া ইউ‌নিয়‌নের মধ‌্য করপাড়া গ্রা‌মে।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো জানান, বুধবার ভোরে সড়কের ওপর মেহেদী হাসান সাগরের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে মেহেদী হাসান সাগরের মোবাইল ফোনে একটি ফোন আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।