ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রলি উল্টে প্রাণ গেল কৃষকের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
নওগাঁয় ট্রলি উল্টে প্রাণ গেল কৃষকের ফাইল ফটো

নওগাঁ: নওগাঁর সাপাহারে মাঠে যাওয়ার সময় ট্রলি উল্টে মোজাম্মেল হক (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোজাম্মেল হক সাপাহার উপজেলার উত্তর আলাদিপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

সাপাহার থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ি থেকে ট্রলি নিয়ে সরিষা নেওয়ার জন্য ক্ষেতে যাচ্ছিলেন মোজাম্মেল হক। পথে বিরামপুর ক্লাবের মোড়ে আসলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।