ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনসিডিল-গাঁজাসহ ‘মাদক সম্রাট’ টিটু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
ফেনসিডিল-গাঁজাসহ ‘মাদক সম্রাট’ টিটু আটক র‌্যাব সদস্যদের সঙ্গে ইব্রাহিম খলিল টিটু

ঢাকা: কুমিল্লার কোতয়ালী এলাকা থেকে ৪৯৪ বোতল ফেনসিডিল এবং ১৮ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম খলিল টিটু (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ইব্রাহিম দীর্ঘ দিন ধরে ঢাকা-কুমিল্লা মহাসড়ক হয়ে ফেনসিডিল এবং গাঁজার চালান নিয়ে এসে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

তিনি বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।