ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

ঢাকা: মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ওবায়দুল হক ওরফে লাজু (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

গ্রেফতার লাজু রংপুরের পীরগাছা থানার অনন্তরাম (রামজরা) এলাকার মৃত আ. গফুরের ছেলে।

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর সিও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ঢাকার শাহজাহানপুর থানায় ২০১৬ সালের ১টি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে সে ৪ মাস জেল খেটে ২০১৬ সালে জামিনে মুক্ত হয়ে মামলাটির কোনো শুনানিতে হাজির হয়নি।

পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের আগস্ট মাসে আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দেন। জামিনের পর থেকে গ্রেফতার আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।  

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।