ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে ব্যবসায়ীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে ব্যবসায়ীসহ নিহত ২

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক্টর-ইজিবাইকের সংঘর্ষে কাপড় ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুযারি) সন্ধ্যা ৭টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে বেতকাপা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী সেলিম মিয়া (৪২) ও মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর বাজার এলাকার বাসিন্দা ট্রাক্টরের হেলপার শান্ত মিয়া (৩০)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা থেকে রিমি এন্টারপ্রাইজের একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। পথে সাকোয়া ব্রিজ-মাঝিপাড়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক্টর ও ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ট্রাক্টরটি একটি ইজিবাইককে ওভারটেক করছিল। ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকে থাকা কাপড় ব্যবসায়ী সেলিম ও ট্রাক্টরটির হেলপার শান্ত ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীবাকার অধিকারী জানান, গুরুতর আহত বাস ও ট্রাক্টর চালকসহ তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।