ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

কসবায় গাঁজা-মদসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
কসবায় গাঁজা-মদসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৯০ কেজি গাঁজা, ৫০ বোতল স্কপ, ৪৮ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কসবা থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের একটি আঞ্চলিক সড়ক থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার শাহপুর গ্রামের মৃত হারুণ মিয়ার ছেলে মো. মাসুক (২৭), তোতা মিয়ার ছেলে মো. রাজু (৩০), আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন শান্ত (২২)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল আকসিন গ্রামের একটি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৯০ কেজি গাঁজা, ৫০ বোতল স্কপ, ৪৮ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।