ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

দুর্গাপুরে সেচের পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
দুর্গাপুরে সেচের পানিতে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে সেচের পানিতে পড়ে নুসাইফা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু ওই এলাকার মো. মোশারফ হোসেনের কন্যা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সবাই ঘরে কাজে ব্যস্ত ছিল এ সময় শিশু নুসাইফা উঠানেই খেলা করছিলো। হঠাৎ নুসাইফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পাশের ধান ক্ষেতের সেচের পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার বড় বোন সার্বিনা আক্তার।  

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফারা ফেরদৌস শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান মিয়া জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।