ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে আগুনে পুড়ল সাত দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
চরফ্যাশনে আগুনে পুড়ল সাত দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজারে আগুন লেগে পুড়ে গেছে ব্যবসায়ীদের সাতটি দোকান। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।


বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আগুনে একটি হার্ডওয়ার, একটি ইলেকট্রনিক্স, একটি হোটেল, একটি কসমেটিকস, একটি কনফেকশনারি, একটি সেলুন ও একটি মুদি দোকান পুড়ে গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরে চেঢারম্যান বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন চারপাশের দোকানে ছড়িয় পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যবসায়ীদের সাতটি দোকান সম্পূর্ণ ও দুইটি দোকান আংশিক পুড়ে যায়।  
ভোলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আ. রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে সরকারিভাবে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকার সম্পদ।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।