সিলেট: সিলেট নগরের দরগাহ গেট এলাকার গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এলাকাজুড়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে দরগাহ গেট নুরজাহান হাসপাতালের ভবনের সামনের সড়কে গ্যাস লাইনে আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
তবে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকার ব্যবসায়ী, পথচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘটনার সময় ব্যস্ততম চৌহাট্টা-আম্বরখানা ও মাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, নুরজাহান হাসপাতালের সামনে রাস্তার নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনে একটি পাইপ ফেটে গিয়ে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি জানান, আগুন নেভানোর পর জালালাবাদ গ্যাসের লোকজন ঘটনাস্থলে এসে গ্যাস লাইনের ফাটল মেরামত করছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এনইউ/এসএএইচ