ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিনিধি না পাওয়ায় ওষুধ শিল্পের মজুরি বোর্ড গঠনে বিলম্ব

সিনিয়র করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
প্রতিনিধি না পাওয়ায় ওষুধ শিল্পের মজুরি বোর্ড গঠনে বিলম্ব

ঢাকা: ওষুধ শিল্পের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনে মালিক-প্রতিনিধি হিসেবে সুপরিচিত প্রতিষ্ঠানের উদ্যোক্তার নাম না পাওয়ায় বোর্ড গঠন দেরি হচ্ছে। বোর্ডের সদস্য হিসেবে দ্বিতীয় দফায় ফের মালিক পক্ষের সুপরিচিত প্রতিনিধির নাম চেয়ে শ্রম অধিদপ্তরকে চিঠি দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, উভয়পক্ষের নাম পেলেই বোর্ড গঠনে উদ্যোগ নেওয়া হবে।  

পাঁচ বছর অন্তর শিল্প ও সেবা খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড পুনর্গঠন করে শ্রম মন্ত্রণালয়। এ জন্য আগের বোর্ড পুনর্গঠন করা হয়; বোর্ডে থাকা মালিক ও শ্রমিক প্রতিনিধি হালনাগাদ করা হয়। পাঁচ বছরান্তে ফার্মাসিউটিক্যাল খাতের বোর্ড পুনর্গঠনে মালিক ও শ্রমিকের প্রতিনিধির নাম চেয়ে শ্রম অধিদপ্তরকে চিঠি লেখে শ্রম মন্ত্রণালয়।

কিন্তু শ্রমিকের একাধিক প্রতিনিধির নাম দিলেও মালিকের নাম দেওয়া হয় মাত্র একজনের। তাও সেটি সুপরিচিত নয়।     

নাম পেতে চলতি ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে শ্রম অধিদপ্তরকে তাগাদা পত্র দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, শ্রমিকের একাধিক নাম দিলেও ফার্মাসিউটিকেলের নাম দিয়েছে মাত্র একটি। তারপরও এ নাম সুপরিচিত নয়। মজুরি নির্ধারণে বোর্ড পুনর্গঠনে ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে স্বনামধন্য একাধিক ও সুপরিচিত প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক প্রতিনিধির নাম প্রস্তাব করে পাঠাতে হবে।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শ্রম মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তরের কোনো কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফ্রেবুয়ারি ১৬, ২০২৩
জেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।