ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্বেচ্ছায় ফিরলেন মেট্রোরেলের নিখোঁজ প্রকৌশলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
স্বেচ্ছায় ফিরলেন মেট্রোরেলের নিখোঁজ প্রকৌশলী

ঢাকা: নিখোঁজের চার দিন পর মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির স্বেচ্ছায় ফিরে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে তার এক বন্ধুর বাসায় যান তিনি।

এরপর খবর পেয়ে শাহরিয়ার কবিরের মা রাশিদা আক্তার বন্ধুর বাসা থেকে ছেলেকে নিজের আজিমপুরের বাসায় নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম জানান, জিডির পর প্রকৌশলী শাহরিয়ার কবিরকে উদ্ধারে থানা পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। খোঁজ পেয়ে ময়মনসিংহসহ দেশের সীমান্ত এলাকাতেও পুলিশ তৎপরতা চালায়।

এর মধ্যে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) হঠাৎ খবর পাওয়া যায় যে, মোহাম্মদপুরে তার এক বন্ধুর বাসায় তিনি ফিরে এসেছেন।

প্রকৌশলী শাহরিয়ার কেনো আত্মগোপনে ছিলেন এবং তিনি কোথায় কোথায় ছিলেন- এ বিষয়ে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হন প্রকৌশলী শাহরিয়ার কবির। পরে তার মা ও মেট্রোরেলের উত্তরা ডিপো কর্তৃপক্ষ তুরাগ থানায় দুটি জিডি করেন।

শাহরিয়ার কবির এমআরটি লাইন-৬ প্রকল্পে সহকারী প্রকৌশলী (তড়িৎ) হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ কৌশলে নিয়ে পড়াশোনা করে এবং প্রকৌশলী হিসেবে উত্তীর্ণ হন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
পিএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।