ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের শীতবস্ত্র পাঠালেন কৃষক মাহবুব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের শীতবস্ত্র পাঠালেন কৃষক মাহবুব 

সিরাজগঞ্জ: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য শীতবস্ত্রসহ বিভিন্ন ত্রাণসামগ্রী পাঠালেন সিরাজগঞ্জের কামারখন্দের কৃষক মাহবুব পলাশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে এসব সামগ্রী হস্তান্তর করেন তিনি।

 

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০টি স্লিপিং ব্যাগ, ৫০টি বেডশিট, ১০০টি করে গরম উলের মোজা, কানটুপি, জ্যাকেট, ট্রাউজার
এবং ১২টি মোটা কম্বল।  

এসব সামগ্রী হস্তান্তরের সময় তুরস্ক দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাহবুব পলাশ জানান, বিভিন্ন গণমাধ্যমে ভূমিকম্পে তুরস্কের মানুষের দূরাবস্থার কথা জেনে শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর উদ্যোগ নেন তিনি। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সহায়তা নিয়ে এসব সামগ্রী কেনেন তিনি। শুক্রবার দূতাবাসের মাধ্যমে এসব মালামাল তুরস্কে পাঠানোর ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, কৃষক মাহবুব পলাশ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষক। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের এই বাসিন্দা বিরল ও বিপন্ন প্রজাতির গাছের বাগান করায় গত ১২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকলাভ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।