ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে কাফনের কাপড় জড়িয়ে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ঘাটাইলে কাফনের কাপড় জড়িয়ে সড়ক অবরোধ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে হত্যা মামলার আসামি হেকমত সিকদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাগরদীঘি চৌরাস্তা এলাকায় শতাধিক নারী-পুরুষ এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাগরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জিন্নত আলি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা কমাণ্ডার শাহাদত শিকদারসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে হত্যা মামলার আসামি ও বনদস্যু হেকমত সিকদারকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে।  

দলীয় প্রধান শেখ হাসিনার কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা। সেই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।