ঢাকা: রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় আত্মহত্যা করতে যাওয়া এক তরুণীকে (২৫) বাঁচিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, সকাল ১০টার দিকে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজ থেকে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করছে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। তখন পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
তিনি জানান, এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ মিলে ওই তরুণীকে আত্মহত্যার হাত থেকে বাঁচায়। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোক তাকে নিতে থানায় এসেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী পুলিশের সঙ্গে অসংলগ্ন কথাবার্তা বলেছে বলেও জানান ওসি আব্দুর রশীদ ।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
পিএম/এমএমজেড