ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তিন শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
তিন শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় প্রথম শ্রেণির তিন শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল কাফি (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।  

অভিযুক্ত আব্দুল কাফি সাঘাটার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ওই তিন শিশু সম্পর্কে তার নাতনি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তিন শিশুকে বরই দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নেন অভিযুক্ত আব্দুল কাফি। পরে তিন শিশুর স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেন তিনি। পরে শিশুরা বিষয়টি তাদের বাবা-মাকে জানায়।

এ ঘটনায় এক শিশুর বাবা রশিদুল ইসলাম বাদি হয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতে নিজ বাড়ি থেকে আব্দুল কাফিকে গ্রেফতার করে।

ওসি রাজু সরকার আরও জানান, গ্রেফতার আব্দুল কাফি আগেও এরকম ঘটনা ঘটিয়েছিলেন। সে সময় স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে তা সমাধান করা হয়।  

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।