ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ক্ষতিকর রং মিশিয়ে মাছ বিক্রি করায় জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
বাগেরহাটে ক্ষতিকর রং মিশিয়ে মাছ বিক্রি করায় জরিমানা 

বাগেরহাট: বাগেরহাটে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দিয়ে বিক্রয়ের অপরাধে মো. আকবর সরদার নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট শহরের কেবি বাজার এলাকায় অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন।

তিনি বলেন, ব্যবসায়ী মো. আকবর সরদার তাজা দেখানোর জন্য সাগরের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছছে ক্ষতিকর রং মেশাচ্ছিলেন। বিষয়টি অভিযানের সময় আমরা হাতে নাতে ধরে ফেলি। ক্ষতিকর রং মিশিয়ে সাদা মাছ রঙিন করার অপরাধে মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/ ৪২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে তার কাছে থাকা ক্ষতিকর রং মেশানো মাছ ধবংস করা হয়েছে।

এছাড়া কেবি বাজারে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।