ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত        

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত        

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে সাংবাদিকদের নিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮, জেন্ডার সমতা ও শিশু অধিকার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান, আহছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী কবির উদ্দিন বক্তব্য দেন।

 

ওরিয়েন্টেশনে জেন্ডার ধারনা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ নিরোধ আইন, বিধির উপর আলোচনা করা হয়।

জেলা প্রশাসন ও প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ঢাকা আহ্ছানিয়া মিশন এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।