ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেললাইনের পাশে প্রস্রাব করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
রেললাইনের পাশে প্রস্রাব করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু -ফাইল ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছে। সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে তার নাম ইফতিয়াক রাব্বি (৩৩) বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে খিলক্ষেত রেলগেট এলাকায় জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে ওই যুবকের। এ সময় রেললাইনের পাশে প্রস্রাব করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা গেছেন। সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে জানা গেছে তার নাম ইফতিয়াক রাব্বি। তবে পরিচয় পত্রটি তার কিনা তাএখনো নিশ্চিত নয়। আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।