ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বাসচাপায় নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
জয়পুরহাটে বাসচাপায় নিহত ১ 

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার গতনশহর এলাকায় শ্যামলী পরিবহনের বাসের চাপায় ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ভ্যানের চালক।

শুক্রবার (২৪ ফেব্রয়ারি) সকাল ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের গতনশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন পাঁচবিবি উপজেলার গলাকাটা গ্রামের সারোয়ার হোসেনের ছেলে। আহত ভ্যান চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি বাস জয়পুরহাট থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিল। বাসটি পথে গতনশহর এলাকায় অপর দিক থেকে আসা আলু বোঝাই একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানে থাকা ফারুক নিহত হন। এসময় গুরুতর আহত হন ভ্যানচালক। এ অবস্থায় স্থানীয়রা ভ্যানচালককে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর মাঝ পথে যাত্রীদের নামিয়ে দিয়ে বাস নিয়ে চালক ও তার সহযোগী পালিয়েছেন। তাদের আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।