ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বেড়েছে: আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা  বেড়েছে: আইজিপি

সুনামগঞ্জ: দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বহুগুণে বেড়েছে উল্লেখ করে বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ পুলিশ।  

তিনি বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পুলিশের সক্ষমতায় রয়েছে ঈর্ষনীয় সফলতা।

হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা পর থেকে দেশে যেসব সন্ত্রাসী ও জঙ্গি কর্ম তৎপরতা দেখা দিয়েছিল তা পুলিশ সফলতার সঙ্গে মোকাবিলা করতে পেরেছে।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শাল্লা থানা ক্যাম্পাসের নবনির্মিত ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধনের সময় এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।  

এর আগে আইজিপি ঢাকা থেকে সকাল ৯টার দিকে হেলিকপ্টার যোগে শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আসেন।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওইসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সক্ষম হয়েছে। আপনারা জানেন, পার্বত্য জেলা বান্দারবানের গহীন জঙ্গলে অনেক শক্তিশালী সন্ত্রাসীরা আস্তানা গড়েছিল, তাও বাংলাদেশ পুলিশ সফল ভাবে প্রতিহত করেছে। পুলিশ বাহিনী আজ আন্তর্জাতিক মানের বলে দাবি করেন আইজিপি।  

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, আমি এই এলাকার সন্তান। শাল্লার আলো বাতাস ও কাঁদা মাটিতে বড় হয়েছি। এখানের পুকুরে গোসল করেছি। এখানে আসলেই গ্রামের মানুষ ও কাঁদা মাটির গন্ধ নাকে লাগে। এখানকার অবস্থা আগে খুব ভয়াবহ ছিল, এখান থেকে ঢাকা যেতে হলে এক সপ্তাহ এক মাস আগে থেকে পরিকল্পনা করতে হতো।  আমাদের বাড়ি হতে নৌকায় আজমিরীগঞ্জ, ঝড়তুফানের চিন্তা না করে সেখান থেকে লঞ্চে ভৈরব। তারপর ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠতে হতো। কিন্তু এখন আর তা করতে হয় না, ২-৩ ঘণ্টার মধ্যেই আজমিরীগঞ্জ থেকে বাড়িতে আসা যায়। সারাদেশের মতো সেই উন্নয়নের ছোঁয়া শাল্লায়ও লেগেছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।  

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় উন্নয়নের প্রসার শাল্লাতেও ঘটেছে।

পুলিশের আবাসিক ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধন শেষে আগত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করে দুপুর ১২টায় নিজ বাড়ি শ্রীহাইল গ্রামের উদ্দেশে যান আইজিপি।  

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।