ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশ পরিচয়ধারী প্রতারক আমিনুল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
পুলিশ পরিচয়ধারী প্রতারক আমিনুল আটক

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর শাহজাহানপুর থানাধীন উত্তর শাহজাহানপুর এলাকা থেকে মো. আমিনুল ইসলাম (৩৩) নামে এ প্রতারককে আটক করা হয়।

 

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

অধিনায়ক জানান, আসামি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের একজন এসআই পরিচয় দিয়ে বেকার যুবকদের চাকরি দেওয়া, বিভিন্ন ব্যাংক থেকে লোনের জন্য সুপারিশ করে দেওয়া, বিভিন্ন যানবাহনের টোকেন/পুলিশ পাশ তৈরি করে দেওয়ার মতো প্রতারণামূলক আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছিল।

এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রতারক আমিনুল ইসলামকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।