ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২০০ গজ হেঁটেই থেমে গেল বিএনপির পদযাত্রা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
২০০ গজ হেঁটেই থেমে গেল বিএনপির পদযাত্রা 

ফেনী: তেল, গ্যাস, সারসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার ও আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ফেনীতে পদযাত্রা করেছে বিএনপি। তবে এ পদযাত্রা ছিল সংক্ষিপ্ত, মাত্র ২০০ গজের।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরের বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়েই শেষ হয়ে যায় এই পদযাত্রা। পরে তারা বড় বাজারের তাদের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন।  

সংক্ষিপ্ত পদযাত্রার জন্য পুলিশকে দায়ী করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

প্রায় ২০০ গজের সংক্ষিপ্ত পদযাত্রার বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি পদযাত্রায় নামে বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি প্রেসক্লাবের সামনে গেলেই পুলিশি বাধার সামনে পড়ে। বিএনপি আইন শৃঙখলার প্রতি শ্রদ্ধা জানিয়ে পদযাত্রা থেকে ফিরে যায়।  

আলাল বলেন, পুলিশ গনতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। মাঠের রাজনীতিতে নামতে দিচ্ছে না তারা।  

বিএনপি নেতার এই অভিযোগের বিষয়ে ফেনী অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু চাকমা বলেন, আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেজন্য পুলিশ মাঠে ছিল।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।