প্রশাসনের দুইজন কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এ বিষয়ে বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খানকে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।
এ ছাড়া মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তসলিমা কানিজ নাহিদাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। তাকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
এমআইএইচ/এমইউএম