ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
সাঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় নাঈম  (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলির ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নাঈম মিয়া নশিরারপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের সাঘাটা-মহিমাগঞ্জ সড়ক পার হচ্ছিল নাঈম। এসময় মহিমাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

সাঘাটা থানার উপরিদর্শক (এসআই) কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।