ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতাসহ আটক ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতাসহ আটক ২৫

ঢাকা: রাজধানীর শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা মো. রবিসহ (৪৮) ২৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৫৫টি চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ফোন এবং ৫১টি মোবাইলের চার্জার জব্দ করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে আটকরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছেন। আর এসব মোবাইল চলে যাচ্ছে বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের হাতে। যেসব নানা অপরাধ কার্যক্রমে ব্যবহার হতো।  

আটকদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ