ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর: মাদক মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। ওই হাজতি কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত. আলতাব হোসেনের ছেলে কাউসার (২৪)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়। এ কারাগারে তার হাজতি নং-২৫৭/২৩।

কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ মাদক মামলায় বন্দি ছিলেন কাউসার। মঙ্গলবার সকালে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কাউসারকে মৃত ঘোষণা করেন।

কাউসারের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং-২৬(১১)২২ রুজু ছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার শাহজাহান মিয়া জানান, সকালে অসুস্থ হয়ে পড়েন কাউসার। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ 
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।