ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগি ফেলে চলে গেল ইঞ্জিন, আড়াই ঘণ্টা যোগাযোগ বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
বগি ফেলে চলে গেল ইঞ্জিন, আড়াই ঘণ্টা যোগাযোগ বন্ধ 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে হুক ছিঁড়ে যাওয়ায় কয়েকটি বগি ফেলেই কমিউটার ট্রেনের ইঞ্জিন চলে গেছে। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁওয়ের মশাখালী ও কাওরাইদ স্টেশনের মধ্যে এ ঘটনা ঘটে।    

মশাখালী রেলওয়ে স্টেশন মাস্টার মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, বিকেল পৌনে ৫টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি মশাখালী স্টেশন থেকে ছেড়ে যায়।  
এসময় ট্রেনটি কাওরাইদ স্টেশনের কাছাকাছি গেলে ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে বগি রেখেই চলে যায় ইঞ্জিন। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অপর একটি কমিউটার ট্রেনের বিচ্ছিন্ন ইঞ্জিন বগিগুলো মশাখালী স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল সচল হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।