ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
‘স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে’

রাঙামাটি: স্বাধীনতার বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। কারণ এদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, সামনে নির্বাচন। আমাদের প্রস্তুতি নিতে হবে। ঘরে বসে বিজয় নিশ্চিত করা যাবে না। এজন্য আমাদের তৃণমূল পর্যায়ে শক্তিশালী হতে হবে।  

সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটির পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

বিশেষ বক্তা ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম, তালুকদার মো. জোবায়ের আহম্মেদ (টিপু)।  

প্রতিনিধি সভায় জেলার ১০টি উপজেলা থেকে স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতারা প্রতিনিধি সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।