ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

ফরিদপুর: ফরিদপুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় সালেহা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।  

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেহা বেগম শহরের পূর্ব খাবাসপুর তালতলা নামক এলাকার বাসিন্দা।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুবাস বা‌ড়ৈই জানান, ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দমকল স্টেশন ম্যানেজার বলেন, মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।