ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাসিক মেয়রের শাশুড়িকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায় 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, মার্চ ৬, ২০২৩
রাসিক মেয়রের শাশুড়িকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায় 

রাজশাহী: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের শাশুড়িকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স তাকে ঢাকায় নেওয়া হয়।

আনোয়ারা সাত্তার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়রপত্নী শাহীন আকতার রেণীর মাতা। অসুস্থ হয়ে গত কয়েকদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আনোয়ারা সাত্তার। সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো।

অসুস্থ আনোয়ারা সাত্তারের সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ