ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাচ বাংলা ব্যাংক এজেন্টের সাড়ে ৬ লাখ টাকা চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
ডাচ বাংলা ব্যাংক এজেন্টের সাড়ে ৬ লাখ টাকা চুরি

সিলেট: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে দিন-দুপুরে সাড়ে ৬ লাখ টাকা চুরি হয়ে গেছে।

শুক্রবার (১০ মার্চ)সকাল ১১টায় উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারে অবস্থিত এজেন্ট ব্যাংকে এ চুরির ঘটনা ঘটে।

ব্যাংকের সুনামগঞ্জ শাখার তত্ত্বাবধানে থাকা এজেন্ট ব্যাংক আয়ন স্টোরের পরিচালক মো. কাউসার আলম এ তথ্য জানান।

তিনি জানান, আজ সকাল প্রায় ১১টায় এজেন্ট ব্যাংক অফিসের শাটার খোলা রেখেই জরুরি কাজে পার্শ্ববর্তী দোকানে গিয়েছিলেন। প্রায় আধাঘণ্টা পরে এসে দেখেন তার অফিসের ড্রয়ারে রাখা ৬ লাখ ৩০ হাজার টাকা নেই। এসময় তিনি দ্রুত সিসি ক্যামেরা ফুটেজ খুলে দেখতে পান প্রায় আধাঘন্টা আগে একজন লোক তার অফিসে ঢুকে শপিং বেগে ভরে টাকাগুলা নিয়ে গেছে। সঠিকভাবে তার চেহারা শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাটি বিশ্বম্ভরপুর থানাকে জানানো হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ফুটেজ নিয়ে চোরকে শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।