ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
যাত্রাবাড়ীতে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (১১ মার্চ) যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি গাঁজার চালানসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- ডালিম হোসেন (৩৭) ও রাশেদুল ইসলাম (২৪)।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গোপণ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটকরা পেশাদার মাদক বিক্রেতা। তারা সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
পিএম/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।